Skip to main content

1000+ History MCQ GK Questions with Answers | Part - 5

  ১৮৪ .পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয? উত্তর : অনন্ত বর্মন ১৮৫ উড়িষ্যার কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা বলা হ্য? উত্তর : কোনারকের সূর্য মন্দির কে ১৮৬ -অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি? উত্তর : জাতক ১৮৭ .সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমন করেন? উত্তর : সতেরো বার ১৮৮ .অল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন? উত্তর : সুলতান মামুদ ১৮৯ .সোমনাথ মন্দির কে লুষ্ঠন করেন? উত্তর : সুলতান মামুদ ১৯০ - তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? উত্তর : ১১৯২ সালে ১৯১ .তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? উত্তর : মোহাম্মদ ঘোরী ১৯২ ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান প্রতিদন্দ্ী কে ছিলেন? উত্তর : আনন্দপাল ১৯৩ ভারতে প্রথম মুসলমান আক্রমণ কারী কারা ছিলেন? উত্তর : আরবরা ১৯৪ -লাখবক্স নামে কে পরিচিত ছিলেন? উত্তর : কুতুবউদ্দিন আইবক ১৯৫ মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে? উত্তর : ইলতুত্মিস ১৯৬ -কোন সুলতান “চাহেলগান' বা “চল্লিশ চক্র গঠন করেছিলেন? উত্তর : ইলতুৎ্মিস ১৯৭ দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন? উত্তর : কুতুবউদ্দিন আইবক ১৯৮ .ইলতুৎমিসের রাজতুকালে কোন মোঙ্গল নেতা ভারত আক

1000+ History MCQ GK Questions with Answers | Part - 5

 ১৮৪ .পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয?

উত্তর : অনন্ত বর্মন


১৮৫ উড়িষ্যার কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা বলা হ্য?

উত্তর : কোনারকের সূর্য মন্দির কে


১৮৬ -অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি?

উত্তর : জাতক


১৮৭ .সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমন করেন?

উত্তর : সতেরো বার


১৮৮ .অল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন?

উত্তর : সুলতান মামুদ


১৮৯ .সোমনাথ মন্দির কে লুষ্ঠন করেন?

উত্তর : সুলতান মামুদ


১৯০ - তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?

উত্তর : ১১৯২ সালে


১৯১ .তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?

উত্তর : মোহাম্মদ ঘোরী


১৯২ ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান

প্রতিদন্দ্ী কে ছিলেন?

উত্তর : আনন্দপাল


১৯৩ ভারতে প্রথম মুসলমান আক্রমণ কারী কারা ছিলেন?

উত্তর : আরবরা


১৯৪ -লাখবক্স নামে কে পরিচিত ছিলেন?

উত্তর : কুতুবউদ্দিন আইবক


১৯৫ মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে?

উত্তর : ইলতুত্মিস


১৯৬ -কোন সুলতান “চাহেলগান' বা “চল্লিশ চক্র গঠন করেছিলেন?

উত্তর : ইলতুৎ্মিস


১৯৭ দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন?

উত্তর : কুতুবউদ্দিন আইবক


১৯৮ .ইলতুৎমিসের রাজতুকালে কোন মোঙ্গল নেতা ভারত আক্রমণ করেন?

উত্তর : চেঙ্গিস খাঁ


১৯৯ মোহাম্মদ ঘোরীর প্রকৃত নাম কি ছিল?

উত্তর : মুইজউদ্দিন


২০০ .খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন?

উত্তর : জালালউদ্দিন খলজি


২০১ তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির

সুলতান কে ছিলেন?

উত্তর : নাসিরউদ্দিন মামুদ


২০২ আমির খসরু কার সভাকবি ছিলেন?

উত্তর : আলাউদ্দিন খলজির


২০৩ -হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?

উত্তর : আমির খসরু কে


২০৪ .তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?

উত্তর : ১৩৯৮ সালে


২০৫ দিল্লির সুলতানদের মধ্যে “দ্বিতীয়

আলেকজান্ডার' উপাধি কে গ্রহণ করেন?

উত্তর : আলাউদ্দিন খলজী


২০৬ মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন?

উত্তর : আলাউদ্দিন খলজী


২০৭ .দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয়

করেন?

উত্তর : আলাউদ্দিন খলজী


২০৮ -তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?

উত্তর : ১৫৬৫ খ্রিষ্টাব্দে


২০৯ .তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : গিয়াসউদ্দিন তুঘলক


২১০ .ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে

পরিচিত?

উত্তর : মোহম্মদ বিন তুঘলক


 ২১১ .কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন?

উত্তর : মোহম্মদ বিন তুঘলক


২১২ -তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন?

উত্তর : নাসিরুদ্দিন মাহমুদ শাহ


২১৩ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : খিজির খাঁ সৈয়দ


২১৪ সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন?

উত্তর : আলাউদ্দিন আলম শাহ


২১৫ -লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : বহলুল লোদী


২১৬ দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন?

উত্তর : বহলুল লোদী


২১৭ -লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?

উত্তর : ইব্রাহিম লোদী


২১৮ -বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : শামসুদ্দিন ইলিযাস শাহ


২১৯ বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে


২২০ -বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়?

উত্তর : আলাউদ্দিন হোসেন শাহ কে


২২১ -বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : জাফর খাঁ


২২২ -বাহমনী বংশের শেষ সুলতান কে ছিলেন?

উত্তর : কলিমউল্লাহ শাহ


২২৩ -আদিনা মসজিদ কে নির্মান করেন?

উত্তর : সিকান্দার শাহ


২২৪ .কার সমাধির উপর পাভুয়ার একলাখী মসজিদ

নির্মিত হয়েছে?

উত্তর : নসরৎ শাহ


২২৫ -বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য

গুনরাজ খাঁ উপাধি পান?

উত্তর : মালাধর বসু


২২৬ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে?

উত্তর : মালাধর বসু


২২৭ .কাশ্মীরের আকবর কাকে বলা হয়?

উত্তর : জয়নাল আবেদীন


২২৮ ,কোন যুগের কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ

অনুবাদ করেন?


উত্তর : ইলিয়াস শাহী যুগে


২২৯ .পদ্মপুরাণ কে রচনা করেন?

উত্তর : বিজয় গুপ্ত


২৩০ .বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর : কৃষ্ণদেব রায়


২৩১ আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : কৃষ্ণদেব রায়


২৩২ “হাজারা মন্দির' ও “বিটল স্বামী মন্দির কে

নির্মাণ করেন?

উত্তর; কৃষ্ণদেব রায়


২৩৩ -হিন্দু উত্তরাধিকার আইন এর গ্রন্থ "দায়ভাগ'

এর প্রণেতা কে ছিলেন?

উত্তর : জীমৃত বাহন


২৩৪ -কাকে 'অন্ত্র কবিতার পিতামহ' বলা হয়?

উত্তর : তেলেগু কবি পেদ্দন কে


২৩৫ .ইবনবতুতা রচিত ভ্রমণ বৃত্তান্ত টির নাম কি?

উত্তর : রেহলা


২৩৬ .সমরখন্দে 'জুম্মা মসজিদ' কে নির্মান করেন?

উত্তর : তৈমুর লং.


২৩৭ -ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক কে

ছিলেন?

উত্তর : গুরু রামানন্দ


২৩৮ নানক কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : লাহোরে


২৩৯ রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন?

উত্তর : কবীর


২৪০ .শিখদের ধর্মগ্রন্থের নাম কি?

উত্তর : গ্রহসাহেব


২৪১ গ্রন্থসাহেব প্রথম সংকলন কে করেন?

উত্তর : গুরু অর্জুন


২৪২ .অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির টি কে নির্মাণ

করেন?

উত্তর : গুরু রামদাস


২৪৩ -কুতুব মিনারের নির্মাণকার্য কার আমলে শেষ

হয়?

উত্তর : ইলতৃৎমিস


২৪৪ .মিতাক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতা

কে?

উত্তর : বিজ্ঞানেশ্বর


২৪৫ .ভারতে মুঘল সাঘ্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : বাবর


Comments

Popular posts from this blog

1000+ History MCQ GK Questions with Answers | Part - 4

  ১৪৪. নিষ্ক ও মনা কোন যুগের মুদ্রা? উত্তর : বৈদিক ১৪৫ . বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল? উত্তর : ঘোড়া ১৪৬. অকালি আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর : পাঞ্জাব ১৪৭. তাহাকিব-অল-অখলক কে রচনা করেন? উত্তর : সৈয়দ আহমেদ ১৪৮. “বেঙ্গল হরকরা “ প্রকাশিত হয় কবে? উত্তর : ১৭৯৮ সালে ১৪৯. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর : শিশির কুমার ঘোষ ১৫০. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর : ড. রাজেন্দ্র প্রসাদ ১৫১. পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর : দেবপাল ১৫২. সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর : বিজয় সেন ১৫৩. বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? উত্তর : বল্লাল সেন ১৫৪. “ দানসাগর ও অদ্ভুত সাগর ” কে রচনা করেন? উত্তর : বল্লাল সেন ১৫৫. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর: বল্লাল সেন ১৫৬. গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে? উত্তর : জয়দেব ১৫৭. “ পবন দূত “ এর রচয়িতা কে? উত্তর : ধোয়ী ১৫৮. চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? উত্তর : দ্বিতীয় পুলকেশী ১৫৯. বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর: দ্বিতীয় কীর্তিবর্মন ১৬০. রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর

1000+ History MCQ GK Questions with Answers | Part - 1

  ১৬১. রাষ্ট্রকুট বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর: তৃতীয় গোবিন্দ ১৬২. পল্পব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর: প্রথম নরসিহহ বর্মন ১৬৩. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? » উত্তর : রাজা অপরাজিত পল্লব ১৬৪. বাতাপিকোও উপাধি কে গ্রহণ করেন? » উত্তর : প্রথম নরসিংহ বর্মন ১৬৫. চোল রাজ্যের প্রথম এতিহাসিক রাজা কে ছিলেন? » উত্তর : কারিকল ১৬৬. স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? » উত্তর : আদিত্য (১ম) ১৬৭. চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? » উত্তর : বীর রাজেন্দ্র চোল দেব ১৬৮. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? » উত্তর : বিজয়ালয় ১৬৯. গঙ্গইকোগড চোল' উপাধি কে ধারণ করেন? উত্তর: প্রথম রাজেন্দ্র চোল ১৭০. কোন মন্দিরে নটরাজ মুর্তি জগতবিখ্যাত? » উত্তর : তাঞ্জোর ১৭১ -তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন? » উত্তর : রাজরাজ চোল ১৭২. বিলহন রচিত গ্রন্থের নাম কি? » উত্তর : বিক্রমাংকদেব চরিত ১৭৩. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? » উত্তর : প্রথম নরসিংহ বর্মন ১৭৪. কম্বোজের “বেয়ন' মন্দিরটি কোন দেবতার ১৭৫. কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? » উত্তর : প্রথম কৃষ্ণ ১৭৬