১৬১. রাষ্ট্রকুট বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর: তৃতীয় গোবিন্দ
১৬২. পল্পব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর: প্রথম নরসিহহ বর্মন
১৬৩. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
» উত্তর : রাজা অপরাজিত পল্লব
১৬৪. বাতাপিকোও উপাধি কে গ্রহণ করেন?
» উত্তর : প্রথম নরসিংহ বর্মন
১৬৫. চোল রাজ্যের প্রথম এতিহাসিক রাজা কে ছিলেন?
» উত্তর : কারিকল
১৬৬. স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
» উত্তর : আদিত্য (১ম)
১৬৭. চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন?
» উত্তর : বীর রাজেন্দ্র চোল দেব
১৬৮. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
» উত্তর : বিজয়ালয়
১৬৯. গঙ্গইকোগড চোল' উপাধি কে ধারণ করেন?
উত্তর: প্রথম রাজেন্দ্র চোল
১৭০. কোন মন্দিরে নটরাজ মুর্তি জগতবিখ্যাত?
» উত্তর : তাঞ্জোর
১৭১ -তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন?
» উত্তর : রাজরাজ চোল
১৭২. বিলহন রচিত গ্রন্থের নাম কি?
» উত্তর : বিক্রমাংকদেব চরিত
১৭৩. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?
» উত্তর : প্রথম নরসিংহ বর্মন
১৭৪. কম্বোজের “বেয়ন' মন্দিরটি কোন দেবতার
১৭৫. কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?
» উত্তর : প্রথম কৃষ্ণ
১৭৬. পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করায় কোন স্তুপ কে?
» উত্তর : বরবুদুরের স্তপকে
১৭৭. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষণ মন্দির কোনটি?
» উত্তর : আক্কোরভাটের বিষ্ণু মন্দির
১৭৮ -সাঁচি স্তুপ কোথায় অবস্থিত?
» উত্তর : ভোপাল
১৭৯ চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে?
» উত্তর : পাল যুগে
১৮০ অতীশ দীপন্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন?
» উত্তর : বিক্রমশিলা বিহার এর
১৮১ .ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন?
» উত্তর : তক্ষশীলা
১৮২ প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌ
বাহিনী ছিল?
» উত্তর : চোল
১৮৩ এলিফ্যান্ট গুহামন্দির কোন রাজাদের আমলে
তৈরি?
» উত্তর : চালুক্য
১৮৪ .পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে
নির্মিত হয?
» উত্তর : অনন্ত বর্মন
১৮৫ উড়িষ্যার কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা বলা
হ্য?
» উত্তর : কোনারকের সূর্য মন্দির কে
১৮৬ -অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি?
» উত্তর : জাতক
১৮৭ .সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমন
করেন?
» উত্তর : সতেরো বার
১৮৮ .অল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন?
» উত্তর : সুলতান মামুদ
১৮৯ .সোমনাথ মন্দির কে লুষ্ঠন করেন?
» উত্তর : সুলতান মামুদ
১৯০ -তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
» উত্তর : ১১৯২ সালে
১৯১ .তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
» উত্তর : মোহাম্মদ ঘোরী
১৯২ ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান
প্রতিদন্দ্ী কে ছিলেন?
» উত্তর : আনন্দপাল
১৯৩ ভারতে প্রথম মুসলমান আক্রমণ কারী কারা
ছিলেন?
» উত্তর : আরবরা
Comments
Post a Comment